আছেন যে এক বড় সাহেব লম্বা সাদা দাড়ি;
ছোটখাট শরীর হলেও বেজায় রাশভারী।
চোখের জলে বুক ভেসে যায় বসলে মুনাজাতে।
অমাবস্যায় চাঁদ এনে দাও, সূর্য গভীর রাতে;
এমনি যতো হুকুম যে তাঁর, মানতে হবে তবু।
একটুখানিক নড়চড় তার হয় যদিবা কভু;
ইয়া জোরে ঘুষি মারেন নাক বরাবর করে;
তিন কুড়ি তাঁর বয়স হলেও শক্তি আছে ধরে।


রচনাকাল: কক্সবাজার, ১৯৮৫


পাদটীকা: আমার এক প্রাক্তন বসকে নিয়ে লেখা। সত্যিই তিনি অধঃস্তন এক কর্মকর্তাকে ঘুষি মেরেছিলেন। আজ বেঁচে নেই। আল্লাহপাক তাঁকে জান্নাতবাসী করুন। আমিন।