যতোটাই কমে আসে শরীরের তেজ,
ততোটাই বেড়ে যায় মনস্কামনা।
চোখের নীচে কালি জমে উঠে ঠিকই,
অন্তর্দৃষ্টির প্রখরতা বাড়ে।
গায়ের চামড়াও ঝুলে পড়ে বটে;
কামস্পৃহার কমতি নেই কোনো।
নিবু নিবু প্রদীপের আলোর রোশনাই;
জ্বলে উঠে ধকধক করে।
পারঙ্গম সঙ্গমের পাঠদানে খুউব;
অতীতের উদ্দাম ঘোড়ার সওয়ারী।


সাবধান হওয়া ভালো, ওহে ঋতুবতী;
কি কাজ তার কাছে; শিখতে যাও প্রেম!


রচনাকাল: ঢাকা, ২৬ মে ২০১৯