বৃদ্ধেরা কেনো আশ্রমে রবে,
সেই উত্তর খোঁজা!
যে সন্তানেরে জন্ম দিয়েছে,
তারই কাছে আজ বোঝা?
জন্ম দিয়েছে, লালন করেছে
গর্ভধারিনী মাতা।
সেই মাকে কেনো চলে যেতে হবে,
আশ্রমই হবে ছাতা!
নিজ মাকে যদি ভালোবাসি তবে
শাশুড়িকে কেনো নয়?
শাশুড়ির ভুল হতে পারে, মানি,
শশুরেরও ভুল হয়।
বাবা-মার ভুল, ত্রুটিবিচ্যুতি
ক্ষমার যোগ্য নহে?
সারাটি জীবন খেটে মরে তারা,
কতো যন্ত্রণা সহে।
বাবা-মার মনে একই চাওয়া যেনো
সন্তান ভালো থাকে।
এতোটুকু দয়া, মায়া, ভালোবাসা
দেই যেনো বাবা-মাকে।
বৃদ্ধ বয়সে বাবা-মার চোখে
ঝরাবো না আর পানি।
একসাথে থাকি সুখে-দুখে, আর
দূরে নয়, কাছে টানি।


রচনাকাল: ঢাকা, ০৫ নভেম্বর ২০১৮