গাছের গোড়ায় উঁইপোকা ঢিবি বানিয়ে বসত করে;
কচি ডালে ঘূণ ধরেছে যখন, ভেঙ্গে যাবে মৃদু ঝড়ে।
দাঁড়ায় না গাছ সোজা হয়ে, দৃঢ় কান্ড যদি না থাকে;
ফোটে না তো ফুল, থাকে না তো ফল বিশুষ্ক তরুশাঁখে।
ডগায় পচন লাগে যদি, আর শিকড়ে পচন ধরে;
সেই চারাগাছ মহীরুহ হবে, ভাবলে কেমন করে!


রচনাকাল: ঢাকা, ১০ অক্টোবর ২০১৭ খ্রি.