আমি যখন উদাস চোখে তাকিয়ে থাকি আকাশ পানে;
মেঘ ভেসে যায়, বক উড়ে যায়, তোমার স্মৃতি আমায় টানে।
সেই যে কবে হারিয়ে গেলে জীবন নদীর অপর তীরে;
মিশে গেলে আকাশের ওই লক্ষ কোটি তারার ভিড়ে।
আমার শূন্য পালঙ্কে আজ একাই ঘুমাই শয়ন কালে;
জানলা দিয়ে জোছনা এসে আমার ঘরে আলোক জ্বালে।
পূর্ণিমার ওই চাঁদের মাঝে তোমার ছবিই মিশে আছে;
দক্ষিণ হাওয়ার রূপটি ধরে আসো আমার বুকের কাছে।
ফুলবাগানে হাজার অলির গুঞ্জনে আজ তোমার গান;
ফুলের মাঝেই নাও না খুঁজে আমার মান আর অভিমান।
আমার শূন্য হৃদয়ে আজ ভীষণ খরা ভাদ্র মাসে;
বৃষ্টি হয়ে এসো তুমি, থেকো না আর পরবাসে।


রচনাকাল: ঢাকা, ১০ জুন ২০১৯