তোমার দুচোখে মেঘ ছিলো, কালো মেঘ।
কিন্তু বৃষ্টি ঝরেনি।
বিজলির মাতম ছিলো;
গর্জে উঠেছিলো মুহুর্মুহু।
আকাশে বাতাসে ছিলো প্রলয়োল্লাস।
আমার কর্ণকুহরে অস্থির কম্পন;
হৃদপিন্ডে ঝড়ের তীব্র আঘাত।
তছনছ হয়ে গেলো গোলাপের ঝাড়;
পাপড়ি আর কাঁটা পাশাপাশি আমার বুকে।


রচনাকাল: ঢাকা, ২৮ অক্টোবর ২০১৯