ঘরের অলিন্দ্যে বাহারি ক্যাকটাস, যত্ন নিই প্রতিদিন;
চমৎকার রঙকরা টবে লাগিয়েছিলাম শখ করে।
কিনে আনিনি কোনো অভিজাত নার্সারি থেকে।
রূপসী বাংলার নির্জন অরণ্যে হাঁটাপথে উদাস দৃষ্টি আটকে গিয়েছিলো অনিন্দ্যসুন্দর ক্যাকটাসের ছোট্ট এক ঝাড়ে।
মনকাড়া নিতম্ব দুলিয়ে যেনো আমাকেই ডাকছিলো ইশারায়।
আহা, ভরা ফাল্গুনের দক্ষিণা বাতাসে কি রোমাঞ্চকর ছিলো সে দৃশ্য!
অবাক বিস্ময়ে তাকিয়েছিলাম অনেকক্ষণ।
তারপর নিয়ে এলাম আমার শহরের বাসায়;
স্থান হলো আমার খাস কামরার অলিন্দে।
সেই থেকে প্রতিদিন প্রতিক্ষণ তার যত্ন নেওয়া;
মায়ায় জড়িয়ে গেলাম।


কাঁটার আঘাত ছাড়া কিছুই দেয়নি আমাকে আজতক।
চিকন নিতম্ব নাচায়; ছুঁতে গেলেই সাপের মতোই ফোঁস করে উঠে।
জর্জরিত হই তার চিকনতর কাঁটার ঘায়ে।
তবুও প্রতীক্ষায় থাকি একদিন নিশ্চয়ই ফুঁটবে রঙিন ফুল, নতজানু হবে।
আমি দেখবো অপার মুগ্ধতায়, অভিষিক্ত হবো তার  অকৃত্রিম ভালোবাসায়!


রচনাকাল: ঢাকা, ১০ এপ্রিল ২০১৯


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা-১২০৭।