দৃষ্টির আড়াল হলেই আড়াল তো নয়;
চোখের সামনে থেকেও দূরেরই মানুষ।
মনের গভীরে যদি থাকে ছবি আঁকা;
সে ছবি কইবে কথা ডেকে অহর্নিশ।
পাশাপাশি থেকে তবু অচেনাই থাকে;
মুখোশে ঢাকা প্রিয় মুখও চেনা যায়।


রচনাকাল: ঢাকা, ২৩ ডিসেম্বর ২০২০