মানুষের ভালোবাসা
মানুষের কাছে নিছক তামাশা
হতে পারে;
কখনই ভাবি নাই। একেবারে
আমার জীবনে তাই সত্যি হলো।
ছলছল
দুই চোখ লোনা জলে ভরে থাকে।


যাকে
এতো ভালো বাসলাম,
তার কাছে নেই কোনো দাম।
এরকমই হয়
নিশ্চয়
এই পৃথিবীতে!
দিতে
যেয়ে মানুষের প্রেমের আহ্বানে সাড়া
আমি আজ সবহারা;
হারিয়েছি আমার সুখ আর শান্তিতে ভরা সেই  মুক্ত জীবন।
অনুক্ষণ
কষ্টের স্মৃতি বয়ে চলা মানুষের কাজ নয়।
পরাজয়
হয়েছে আমার জীবনেরই কাছে।
মানুষ কতোদিন এভাবে বাঁচে,
নেই জানা।


মধ্যরাতে কষ্টেরা দেয় হানা;
ছটফট করি বিছানায় শুয়ে। আর ভাবি,
হারিয়েছি সুখ-শান্তির চাবি;
পাবো না কি আর ফিরে
শান্তির সাদা পারাবতটিরে?
এতোটুকু প্রশান্তির ঘুম আমি চাই; জ্বালাময় স্মৃতি
থেকে চাই নিষ্কৃতি।


রচনাকাল: ঢাকা, ০৩ ফেব্রুয়ারি ২০২০