বিকেলের পড়ন্ত আলোয় আমার ছায়া, নাটাইয়ের সুতোর মতোই ছুটে যায় বহুদূরে,
তোমার স্মৃতির বাংলোয়।
সেখানে বিবর্ণ কার্নিশে ঝুলে আছে হলুদ অলকানন্দা।
কতোদিন দেখিনি আমি,
ছন্দময় সবুজ ডগায় ফুটে থাকা সেই ফুল!


তোমার খোঁপায় হয়তোবা আজো দোলে
অলিন্দ থেকে কারো হাত বেয়ে উঠে আসা
অবুঝ অলকানন্দা!


আমার ছায়াও মাড়াও না তুমি।


রচনাকাল: ঢাকা, ১৩ নভেম্বর ২০১৯।