লক্ষ তারার জ্যোতি ছায়াপথে;
বসন্তে, গ্রীষ্মে কি শরতে,
একইভাবে জেগে আছে সব তারা হাজার বছর ধরে।
মনে পড়ে
কতো রাত জেগে জেগে
গভীর আবেগে
তাকিয়ে থেকেছি ওই ছায়াপথ বরাবর।
এই বিশ্ব চরাচর
অবাক বিস্ময়ের অকুল আধার।
আর,
ক্ষুদ্রকায় আমি, ক্ষুদ্রতর আমার জীবনে
আনমনে
বিপুল বিশ্ব নিয়ে ভেবেছি অনেক।
এই পৃথিবী ছোট্ট গ্রহ এক
সূর্যের।
ঢের
বড়ো বড়ো নক্ষত্র আর তারকারা
ওই ছায়াপথে। বর্ণিল আলোকের ধারা
এসেছে আমাদের পৃথিবীতে লক্ষ বছর ধরে ছুটে ছুটে।


অস্ফুটে
বলেছি অনেক কথা অনেক তারকার সাথে
প্রতি অমাবস্যার রাতে;
হেসে হেসে,
ভালোবেসে।


রচনাকাল: ঢাকা, ১৯ নভেম্বর ২০১৯