ছেলেধরা হবি, আমাকে ধরবি তুই;
ব্যাগে ভরে নিয়ে দিবি কি লম্বা দৌড়?
পায়ের পায়েল বানাতে পারিস্ নিয়ে,
সারারাত নেচে আনাতে পারিস্ ভোর।
নানারঙা সব লিপস্টিকের মতো
রেখে দে না তোর ভ্যানিটি ব্যাগের বুকে।
লাল টিপ করে কপালের মাঝখানে;
মাসকারা করে রাখতে পারিস্ চোখে।
সাধ জাগে তোর কাঁচুলির গিঁঠ হতে;
কামিজে লাগানো ফুলতোলা কারুকাজ।
সেলোয়ার হয়ে ঢেকে দিতে চাই তোর
শরীরের সব জ্বালা জাগানিয়া খাঁজ।
রাখ্ না আমাকে চুলের বিনুনি করে;
খোঁপার কুসুম বসন্তের উৎসবে।
তোর পরনের লালপেঁড়ে সাদা শাড়ি,
সারাটি অঙ্গে নীরবে জড়িয়ে রবে।
আহা কি মিষ্টি দৃষ্টিতে ধরে রাখ্,
কৃষ্ণচূড়ার লাল লাল ফুল করে!
শুভ্র শিশিরে সোনাঝরা রোদ্দুর,
তোর জীবনের প্রতিটি রঙিন ভোরে।


রচনাকাল: ঢাকা, ১৬ এপ্রিল ২০১৯


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা-১২০৭।