আমার দুচোখ কয় না কথা তোমার মতোন করে;
তোমার মতোন অবাক হয়ে তাকায় নাতো ভোরে।
সকালবেলার সোনার রোদে শিশির ঝলোমলো;
তুমি আমায় ডেকে বল,' দেখবে এবার, চলো।'
আলসেমিতে শুয়েই থাকি চোখ দুখানি বুঁজে;
মনে মনে তোমার খোঁপায় দেই যে গোলাপ গুঁজে।
বিকেল হলে তোমার চুলে রোদের মাখামাখি;
আমি তখন চিত্রপটে সেই ছবিটিই আঁকি।
সন্ধ্যে হলেই হাসনাহেনার গন্ধে মাতাল হও;
আমি বলি,' লক্ষ্মীসোনা, মনের কথা কও।'
রাত্রে বল,'এই, দেখে যাও জোছনা ঢালা চাঁদ।'
আমার মনে জাগে তোমায় আদর করার সাধ।
রাত্রিশেষে বল,'শোন, পাখির কলরব।'
জড়িয়ে ধরে বলি তোমায়,' তুমিই আমার সব।'


রচনাকাল: ঢাকা, ১৪ মার্চ ২০১৯


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা।