ছবি নয়, স্বশরীরে কাছে এসে হাসো।
শীতের রাত্রে তুমি ওম হয়ে আসো।
বসন্ত বাতাসে হইও কৃষ্ণচূড়া ফুল;
আমার হৃদয়ে বসে খেয়ো তুমি দোল।
গ্রীষ্মের দাবদাহে দক্ষিণেরই হাওয়া;
বর্ষায় উজান স্রোতে নৌকো দাঁড় বাওয়া।
শরতের নীল আকাশে সাদা সাদা মেঘ।
হেমন্তে ঢেলে দিয়ো মনেরই আবেগ।
আমাকেই বাহুডোরে বেঁধে রেখে দিয়ো;
বিনিময়ে সব প্রেম-ভালোবাসা নিয়ো।


রচনাকাল: ঢাকা, ২১ নভেম্বর ২০১৮