তোমাকে দেখিনি চোখে, হয়নি কথাও;
হৃদয়ের মাঝখানে বসে আছো তাও।
দূরদেশী, পরদেশী, ছদ্মবেশী কিনা -
তোমার অন্তর জানে, আমি তা জানি না।
অন্ধকারে পাশাপাশি শুধু পথচলা;
হৃদয়ে হৃদয় রেখে হয় কথা বলা।
তোমার কষ্ট হলে বুকে ব্যথা পাই,
তোমার আনন্দ দেখে আমিও লাফাই।
তোমার স্বপ্নগুলো ঢেউ তোলে বুকে;
তোমার খুশির বানে আমি ভাসি সুখে।
হৃদয়রজ্জুপাশে বেঁধেছো হৃদয়;
চোখের দেখাটাই শেষ কথা নয়।


রচনাকাল: ঢাকা, ০২ জুন ২০১৯