ছলনা করে হলেও নাহয় বললে, ভালোবাসো আমায়।
এতে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না।
না ভেঙ্গে পড়বে আকাশ কারো মাথায়।
না লাল গোলাপের কলিগুলো লজ্জায় অবনত হবে।
পাখিরা বিহ্বল হবে না কোনো, থামাবে না কলকাকলি।
ঝড় উঠবে না সমুদ্রে; ডুবে যাবে না সওদাগরের তেজারতির নাও।
আকাশে উড়বে না কালো মেঘ; ঠাটাও পড়বে না।


একটা স্বপ্ন দেখা শুরু হতে পারে আমার।
বুকের মাঝে আনন্দের বন্যা বইতে পারে।
সুখের অনুভবে সারা শরীর কেঁপে উঠবে হয়তোবা।
চোখের তারায় নানান রঙের বিচ্ছুরণ ঘটতে পারে ক্ষণিকের জন্যে হলেও।
আহ্লাদে আটখানা হয়ে উঠবে আমার হৃদয়।


মিথ্যে করে হলেও যদি বলতে, ভালোবাস আমায়।
কারো কোনোও ক্ষতি হতো না তাতে।
বরং কবিতারা প্রজাপতির পাখনা হয়ে ভেসে বেড়াতো দক্ষিণা বাতাসে।
শীতকালটা দ্রুত সরে যেতো ফাল্গুণের আবাহনে।
কী ভালোই না হতো!
আমাকে খুশি করার জন্যে হলেও একবারতো বল', 'ভালোবাসি'।
সমরখন্দ দিতে পারবো না তোমাকে।
পারবো না আকাশের চাঁদ এনে দিতে।
তোমার সমাধিতে তাজমহল গড়ে দেওয়ার অঙ্গীকারও করতে পারবো না আমি।
ভালোবাসার বিনিময় মুল্য হিসেবে হীরে-জহরত দেবার সামর্থ্যইবা কোথায় !
শুধু এটুকুই বলতে পারি,
তোমার ওই ছলনাভরা ভালোবাসাকে আমি জীবন দেবো।
ওই মিথ্যে ভালোবাসাকে হৃদয়ে ধারণ করবো অনন্তকাল।
ওই মিথ্যে ভালোবাসাকেই সত্যি করে পুনর্নির্মাণ করবো আমি;
আর তোমাকে ফিরিয়ে দেবো একদিন।
তুমি দুই হাত বাড়িয়ে আমাকে একান্তে কাছে ডেকে নেবে।
আর ভাববে একটু ছলনা করে, এতোটুকু মিথ্যে বলে কি দারুণ কাজটাই না করেছিলে!


রচনাকাল: ঢাকা, ২১ নভেম্বর ২০১৮