সব প্রেম মুছে যাবে, সব আলো যাবে নিভে!
গোলাপ ফুটেছে কবে কাঁটা ছাড়া ডালে;
রক্তে রাঙে না হাত, আঁচড় না লাগে যদি।
রাতের পরীরা আগে ঘুমায়নি রাতে কোনোদিন!
আমার দুচোখে ঠাঁসা প্রেমিকার ছবি;
দৃষ্টি প্রতিবন্ধী দেখে দুনিয়ার রূপ?
কী করে দেখা দেবে রাতের পরীরা আমার দুচোখে !
ডাস্টবিনে মানুষের অপুষ্ট  ভ্রূণ, দেখো নাই আগে কোনোদিনও?
শব্দদূষণে যদি অন্য কারো কথা শুনতে না পাই, সে আমারই দায়?
মানবসভ্যতায় অসভ্যতা কোনো থাকে যদি চারপাশে;
তারও দায় আমাকেই নিতে হবে?


আমার ভালোবাসা মরে যাবে অপঘাতে, অন্যের আঘাতে?
সময় গিয়েছে চলে সময়ের আগেই?
ফুলের সুবাস থেকে বঞ্চিত হবো?
ছেড়ে দেবো গান শোনা; কবিতা যাবে না লেখা !
মিছিলে হবে না শ্লোগান!
বালিশে লুকাবো চোখ, জোছনা এলে ঘরে?
তোমার অন্তিমক্ষণে থাকবো না পাশে, প্রথাসিদ্ধ পোশাক না পেলে?
আমাকেই চলে যেতে হবে দূরদেশে!


রচনাকাল: ঢাকা, ৫ অক্টোবর ২০১৯