অবাক চোখে তাকিয়ে দেখি, চাঁদের মুখে হাসি।
তুমি তখন বলো আমায়, 'তোমার কাছে আসি?'
তাকিয়ে দেখি দূর পাহাড়ের গিরিখাতের খাঁজ;
সামনে এসে দাঁড়াও খুলে দেহের সকল ভাঁজ।
নীল সাগরের গভীরতা মাপতে ইচ্ছে হয়;
চোখে দুচোখ রেখে বলো, 'এতো গভীর নয়।'
তাকিয়ে দেখি মেঘবালিকা অবাধ উড়ে চলে;
তুমি বলো, 'স্বপ্ন আমার তোমার কথাই বলে।'
পাখি যখন ডেকে চলে, 'পিঁউ কাহা,পিঁউ কাহা?'
তুমি আমায় জড়িয়ে ধরে বলো, 'কী সুখ, আহা!'
শীতে যখন শুকিয়ে যায় বর্ষাকালের নদী;
বলো তুমি, 'মরেই যাবো তোমায় না পাই যদি।'
আমি যখন হারাতে চাই এই প্রকৃতির মাঝে;
তুমি তখন সামনে এসে দাঁড়াও নানান সাজে।


রচনাকাল: ঢাকা, ০২ ফেব্রুয়ারি ২০১৯