অংগে অংগে লেগে গেছে ক্ষমতার লড়াই।-
কে ছোট আর বড় কে তা দেখানোর বড়াই।
মাথা না চলতে পারে হাত-পাও ছাড়া।
মস্তিষ্ক চাইলে তবে দেহ হবে খাড়া।
হৃৎপিন্ডের কাজ রক্ত পরিষ্কার করা।-
তবেই না মস্তিষ্ক-হাত-পা'র নড়াচড়া।
প্রতি অংগের অবদান প্রতি অংগের কাজে।
যুদ্ধ যুদ্ধ ভাব তবু কেউ থামে না যে।
এভাবে চললে শেষে দেহেরইতো ক্ষতি।-
সব অংগ না বুঝিলে সমূহ দূর্গতি।


রচনাকাল: ঢাকা, ২২ আগস্ট ২০১৭