যদি একটা নীলপদ্ম দেই, নেবে?
অথবা লাল পদ্ম, বলো ভেবে।
আজকাল পদ্মফুল ক'জনেইবা ভালোবাসে;
কতো রকমের ফুল চারপাশে!
চোখ ধাঁধানো নানা রঙের মৌসুমী ফুল;
রক্তজবা, গন্ধরাজ, চামেলী, বকুল
এখন আর মানুষের মন কাড়ে না।
বিদেশি ফুলের সাথে ওরা পারে না।
ক্যাকটাস, অর্কিড আমাদের দেশেও ছিলো আগে;
বিদেশিগুলোই তবু অনেকের বেশি ভালো লাগে।


যদি বলো, 'দেশি ফুল নেবো',
তবে আমি এনে দেবো।


রচনাকাল: ঢাকা, ২৯ এপ্রিল ২০২০