তালি'র দেশে তাল না দিলে দেয় না খালি-খালি;
খালের ধারে খলশে-পুঁটির মিছেই ফালাফালি।
পানির দিনে মেঘের পানির আকাশভাঙা ঢল;
উজান থেকে আসে আবার দাদা'র দেশের জল।


বাড়ি ভাঙে, ভিটা ভাঙে, ভাঙে নদের পাড়;
নদের পানি চোখের পানি বক্ষে একাকার।
সামাল দিতে মালসামানা খাচ্ছি যে হিমশিম;
লোকে বলে রিলিফ আসে, আসে ঘোড়ার ডিম।


রচনাকাল: ঢাকা, ০২ সেপ্টেম্বর ২০২০