আমার অন্তরে একটিই ধ্রুবতারা।
কখনোবা দিকহারা;
তবু ঠিক জেগে থাকে আকাশে সন্ধ্যায়, কখনোবা রাত্রিশেষে
ভালোবেসে
এই
আমাকেই।
আমিও আমাকে দিয়েছি সঁপে তারই হাতে
কোনো এক মধুর চন্দ্রিমা রাতে,
যখন সে নেমে এসেছিলো পরীদের মতো,
ওই দূরের আকাশ হতে। শিহরিত
হয়েছিলো আমার শরীর।
স্থির
দৃষ্টিতে তার দিকে চেয়ে
অবাক বিস্ময়ে নির্বাক ছিলাম কিছুক্ষণ। কাছে পেয়ে
হাতে রেখে হাত, চোখে রেখে চোখ, দাঁড়িয়ে ছিলাম ঠায়।
অকৃত্রিম ভালোবাসায়
সেও আমাকে বেঁধে রেখেছিলো দুবাহুর আলিঙ্গনপাশে।
তারপর দূরের আকাশে
উড়ে গেলো ডানা মেলে।
আজও সেই রাত্রির কথা চোখে ভাসে সব স্মৃতি ঠেলে।


আমি ভালোবাসি তাকে;
সেও আমাকে
ভালোবাসে।
প্রতিদিন কথা হয়, গল্প হয়; আমি এই পৃথিবীতে আর সে দূরের আকাশে।


রচনাকাল: ঢাকা, ১৯ নভেম্বর ২০১৯