মসলিনের শ্রেষ্ঠ বয়নশিল্পী হতে হলে অনেক শাড়ি বুননের প্রয়োজন নেই;
ডান হাতের বুড়ো আঙ্গুল কেটে ফেলো শুধু।


প্রসিদ্ধ কবি হতে অনেক কবিতা লেখার প্রয়োজন নেই;
রাজকন্যার উদ্দেশ্যে শায়ের লিখে গর্দান দাও।


বিশ্বখ্যাত শিল্পী হতে অধিক গাইবার প্রয়োজন নেই;
তালিম নিতে নিতে কন্ঠনালীতে রক্ত ঝরাও।


মুজরার বিখ্যাত বাঈজি হতে নাচের মুদ্রা শেখার কোনোই প্রয়োজন নেই;
শরীরকে মেলে দাও ভরা মজলিসে।


খাঁটি প্রেমিক হতে হলে অনেক ভালোবাসার প্রয়োজন নেই;
কলজেটাকে উপড়ে ফেলো প্রিয়তমার সম্মুখে।


অমরত্ব পেলে হলে শতায়ু হওয়ার প্রয়োজন নেই;
দেশের জন্য প্রতিবাদী হয়ে জীবন দাও।


আর বেশি বেশি পেতে হলে কিছুই পাওয়ার প্রয়োজন নেই;
উজাড় করে বিলিয়ে দাও নিজের সবকিছু।


রচনাকাল: ঢাকা, ২৫ জুন ২০১৯