শীতের পাখি আসে সাইবেরিয়া থেকে;
আমার পুকুরে সাঁতার কাটে নিরুদ্বেগ।
ওম নেয় আমার কুড়ানো শুকনো পাতাজ্বলা আগুনে;
আনন্দে উদ্বেল।
আমি তৃষ্ণার্ত ঠোঁটে ভালোবাসা দেই;
আদরের চাদরে ঢেকে রাখি।


হিমশীতল কুয়াশায় ঢেকে থাকে শীতের রাত;
দেখা যায় না পূর্ণিমার চাঁদ।
ভোরের শিশিরভেজা ঘাসে নরম আলোর ছোপ;
ঈষদুষ্ণ বাতাস দেয় কবোষ্ণ উত্তাপ।
পুকুরের শান্ত পানিতে ঢেউ তোলে পাখি;
নখের আঁচড়ে কাটে প্রশান্তির ছায়া।


বসন্ত আসে;
উড়ে যায় পরিযায়ী আপন ঠিকানায়।
দিয়ে যায় অশান্তির ঢেউ;
দিনভর, রাতভর সেই ঢেউ ভাঙে পুকুরের পাড়।


রচনাকাল: ঢাকা, ২৮ জানুয়ারি ২০২০