বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে
মানুষের জীবনে চলে
সুখ আর অসুখের লীলা পালাক্রমে।
অবিশ্বাসে মানুষের হৃদয়ে জমে
অন্তহীন কষ্টের আকর।
প্রভাকর
প্রভাতী আলোয় আলোকিত করে চারদিক
রাতের আঁধার কেটে, নির্ভীক।
মানুষ পারে না ঠেলে দিতে
অন্ধকার বিস্মৃতির দিকে। চোখের মনিতে
রয়ে যায় অগোচরে কিংবা গোচরে।
অবসরে
সেই রাতের বিভীষিকা
জ্বেলে যায় তীব্র দীপশিখা;
জ্বলেপুড়ে খাক হয়ে যায় তুলতুলে নরম হৃদয়।
অভিনয়
করে করে দিনের আলোয় সমাজ-সংসারে
বারেবারে
নিজেকেই ঠকিয়ে যায় আজীবন।
মানুষের মন
কতো অসহায়;
কোনোদিনও কেউ বুঝতে না পায়
তার যন্ত্রণা!
প্রবঞ্চনা
করে যায় নিজের সাথেই; এই নিষ্ঠুর আচরণ করে যায় প্রতিটি মানুষ।


রঙিন ফানুস
স্বপ্নের অসীম আকাশে সবাই উড়াতে চায়;
কেউ বা সফল, কেউ বুক ভরে হতাশায়।
এতোটুকু সফলতা
বিশ্বাসের মূলে দিয়ে যায় নতুন বারতা।
মানুষ আত্মবিশ্বাসী হয়ে উঠে;
পুষ্পকাননে যেন ফুল হয়ে ফোটে!
তার ভালো লাগে সবকিছু; আকাশ বাতাস চরাচর
ফুল ফল নদী পাহাড় বালুচর
অবাক বিস্ময়ে দেখে। ভালোবাসা
ফিরে আসে নিজের ভিতরে; আশা
জাগে মনে পুনরায়।
বিশ্বাসে ভর করে বেঁচে উঠে আবার মানুষ; প্রিয় মানুষের কাছে ফিরে যায়।


রচনাকাল: ঢাকা, ১৮ অক্টোবর ২০১৯