দরবেশ আলী দরবেশ নন, নাম রেখেছেন বাবা;
পরের ধন দেখলে পরেই জোরসে মারেন থাবা।
পরের ধনে পোদ্দারি তাঁর সকাল সন্ধ্যা রাতে;
বড় নেতা পাতি নেতা সবাই আছেন সাথে।


আমজনতার জমাজমি খাস দেলে নেন নিজে;
ছাতা ধরেন নেতার মাথায় বৃষ্টির জলে ভিজে।
বড় বড় ব্যবসাপাতি, দেশবিদেশে বাড়ি;
ব্যাংকবীমাতে মালিকানা, ডলার কাড়িকাড়ি।


এত্তোকিছু থাকার পরেও মুখখানা খুব ভার;
কি নেই, কি নেই, মনের ভিতর বড্ড হাহাকার।
বিশ্বাস নেই তাঁর উপরে দেশবিদেশের কারো;
দরবেশ আলী নাম নিয়েও তো লাভ হলো না তাঁরও!


রচনাকাল: ঢাকা, ২০ মার্চ ২০২১