শীতের কুয়াশা কেটে গেছে;
ফাগুন এসেছে শিমুলের শাখায়, পলাশের বনে।
কুহু গাইছে বসন্তের কোকিল;
চারপাশে করছে আনাগোনা।
ঝাপসা কুয়াশায় পথ খুঁজে খুঁজে ক্লান্ত আমি;
পৌঁছেছি অবশেষে তোমার ঘরের দরজায়।
তুমি কোথায় গিয়েছো অমৃতের সন্ধানে;
এখনো ফেরোনি!


দক্ষিণা বাতাস জানালার কাঁচে দোল দিয়ে যায়;
মুছিয়ে দেয় জমে থাকা ধুলোবালি।
আমিও ভুলেছি গ্লানি;
এনেছি উষ্ণতা ঠোঁটের আবীরে।


বদ্ধ ঘর খুলবে এসো;
দরজার চাবি তোমার হাতেই।


রচনাকাল: ঢাকা, ১০ মার্চ ২০২০