মেকি বাঁধনে দোতারার তার দুটি আর কতোকাল সমান্তরাল চলবে!
শিল্পীর কন্ঠের তালে বেসুরো মুর্ছনা আর কতোদিন!
এবার ক্ষান্ত দাও প্রভু, আমাকে রক্ষা কর।
আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ুক, বাজ পড়ুক, কষ্ট হবে না আমার।
কিন্তু বইতে পারবো না আর দুঃসহ যন্ত্রণার ভার।
ছন্দপতন ঠেকাতে কি আর করতে পারি আত্মসমর্পণ ছাড়া, হে প্রভু?
সুরের ভুবনে নতুন উন্মাদনা সৃষ্টির নেশায় প্রাণপাত করেছি।
ভবিতব্য মেনে নিয়েছি, মনের ইচ্ছেটুকু পূর্ণ হলো না।
দোতারা বেসুরে বাজবে না আর, কেটে যাক তার।


রচনাকাল: ঢাকা, ২৬ জানুয়ারি ২০১৯