ইচ্ছে করে একটু কথা বলি;
তোমার হাতে হাত রেখে পথ চলি।
কিন্তু থাকো যোজন যোজন দূরে;
কেমনে যাবো সাতসমুদ্র ঘুরে!


আমার ঘরে রাত্রি যখন নামে;
সূর্য তখন তোমার ঘরে থামে।
ব্যস্ত থাকো সারাটা দিনভর;
আমার তখন অনেক অবসর।


দিনে যখন নানান কাজে ছুটি;
ফোনেই কর' অনেক খুনসুটি।
আবেগ ঢেলে কথা বলতে থাকো;
আমি বলি,'সোনা, এখন রাখো'।


এই পৃথিবীর দুই প্রান্তে থাকি;
মনের মাঝে মনকে ধরে রাখি।
বাঁধা থাকি ভালোবাসার টানে;
খুঁজে ফিরি ভালোবাসার মানে।


রচনাকাল: ঢাকা, ০৪ নভেম্বর ২০২১।