দখলদার আর হার্মাদেরা খাচ্ছে যাদের রক্ত চুষে;
একদিন ঠিক জাগবে তারা, উঠবে ফুঁসে তীব্র রোষে।
শকুনবেশী শত্রুরা সব, ঘরে ঘরে দিচ্ছে হানা;
আঘাত হেনে ভাঙবে সেদিন সেই শকুনের শক্ত ডানা।


গায়ের জোরে চলছে যারা, রুখবে ঠিকই তাদের চলা;
সেই কথাটিও বলবে জোরে, যেই কথাটি যায় না বলা।
মানুষ হয়েই বাঁচবে সবাই, অমানুষের ধারবে না ধার;
একদিন সব আসবে মুঠোয়, যাবেই খুলে বন্ধ দুয়ার।


এই পৃথিবী হবেই হবে শান্তি সুখের মিলন মেলা;
বন্ধ হবে দুষ্ট লোকের নির্যাতনের সকল খেলা।
মানুষ আবার উঠবে জেগে মানবতার সেবক হয়ে;
দুঃসহ দিন যাবেই যাবে, আসবে সুদিন বিশ্বালয়ে।


রচনাকাল: ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২০