শরতের কোনো এক রাতে,
হতে পারে মধুপূর্ণিমাতে,
দূর আকাশ থেকে জ্যোতির্ময়ী এক যুবা নারী
নেমে এসেছিলো আমার আঙিনায়, পাড়ি
দিয়ে কতো নক্ষত্রের পথ!
তার স্বর্ণরথ
থেমে গিয়েছিলো আমার সম্মুখে।
আমি জোছনার আলোকে
অবাক বিস্ময়ে চেয়ে দেখি অপরূপা সেই মেয়েটিকে।
চারদিকে
সুগন্ধি ছড়ানো ছিলো, গোলাপের।
আমার চোখের
তারায় কিসের নাচন!
মন
হয়েছিলো বড়ই উতলা।
বলা
হলো না কিছুই। সে বলে উঠে
স্মিত হাসি এনে ঠোঁটে,
'বন্ধু হবে?
ঘনিষ্ঠ হয়ে রবে
সারাটি জীবন।'


সেই থেকে অনুক্ষণ
তার ধ্যানে, তার অপেক্ষায় আমার সময় বয়ে চলে।
আমার আত্মার সাথে তার আত্মা কথা বলে;
স্বপনের ঘোরে করি বসবাস দুজনে।
পাখির কূজনে
স্বপন ভেঙ্গে যায়। সে চলে যায়, আবার স্বপনে আসে;
এভাবেই দুটি মন দুজনারে আজো ভালোবাসে।


রচনাকাল: ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০১৯