এ কেমন সময়, বলো,
কেমন বিরূপতা প্রকৃতির?
কাছে যেতে পারবো না;
ছুঁতে পারবো না তোমার দুহাত!
আমাদের জীবনে এ কোন্ অশনিসংকেত?
ঠোঁটে ঠোঁট রাখলেই মৃত্যুর পরোয়ানা!
পাশাপাশি যাবে না হাঁটা;
মুখোমুখি দাঁড়াতেও পারবো না।
অদৃশ্য খলনায়ক পেছনে দাঁড়িয়ে;
বিষবাষ্প ছড়াইছে চারপাশে।


জীবন বাঁচাবো বলে দূরে দূরে থাকা;
ঘরবন্দী পৃথক ঠিকানায়।


রচনাকাল: ঢাকা, ২৪ মার্চ ২০২০