এ কোন ভূখন্ডে আমি?
নীতিহীন, আদর্শহীন এ কোন্ সমাজ!
কবিতা বন্দী হয়ে আছে নরনারীর দেহের ভাঁজে, মমতাবিহীন।
উপন্যাস কল্পকাহিনীতে ভরা, মা আর মাটির ছোঁয়া নেই কোনো।
চলচ্চিত্রে নেই স্বাধীনতার চেতনার বাণী।
অস্থির সঙ্গীত, টালমাটাল।


পত্রিকায় আসে না আসল খবর।
স্বদেশপ্রেম কাগুজে গরু; কাজীর কিতাবে, শূন্য গোয়াল।
ফসলের দাম পায় না কৃষক, শস্যদানায় হতাশার আগুন।
শ্রমিকের ঘামের মূল্য নেই কোনো, শুধুই শোষণ।
সুবিচার লাল ফিতায় বাঁধা; বিচারপ্রার্থীর শূন্য পকেট।
গুম,খুন আর গুপ্তহত্যার বিভৎস লাশ পথেপ্রান্তরে; শুনি হাহাকার ধ্বনি।
প্রেম নেই, প্রীতি নেই; আছে ধর্ষণ আর নির্মমতা।
প্রাণহীন অট্টালিকায় এ কার অট্টহাসি?
পিশাচের নাকি মানুষরূপী হায়েনার কোনো?


আমার কি বলার আছে; কিইবা করার আছে!
বিবেকের দংশন নিয়ে মুখ থুবড়ে পড়ে থাকা শুধু!
এ আমি কোথায়?
ফিরিয়ে দাও আমার স্বাধীনতা।
ফিরিয়ে দাও সে প্রকৃতি, সে অরণ্য।
নগ্ন গুহাবাসী হয়েই কাটিয়ে দেবো বাকীটা জীবন;
বংশধরকে রেখে যাবো আদিম সভ্যতায়।


রচনাকাল: ঢাকা, ২ জুন ২০১৯