এই মেয়ে, এই!
সাতদিন ধরে তুমি ফেসবুকে নেই।
কবিতা করোনি পোস্ট।
কোথাও খাচ্ছো বসে মোরগের রোস্ট?
কারো সাথে
গিয়েছো রাঙামাটি মধুচন্দ্রিমাতে?
তোমার শরীরের খাঁজে
পড়েনি তো কারো হাত এ কদিনের মাঝে!
আছো কাছাকাছি?
জানালাটা খুলে রেখে আমি বসে আছি।
অপেক্ষার মানে বুঝো?
বোকা মেয়ে একা একা কাকে তুমি খুঁজো?
কবিতার উৎসমুখ?
দেখতে পাও না মোটে; তোমার চোখেই অসুখ।
লুকোচুরি খেলা?
কষ্ট কোনো লুকোনোর তাড়া থেকে স্মৃতি মুছে ফেলা!
পারবে না কোনোদিন।
অজস্র কবিতা দিয়ে ঘিরে দেবো তোমার মনের জমিন।
যদি আসো ফিরে
ক্ষুধার্ত সিংহের মতো কামের বার্তা আমি পৌঁছে দেবো তোমার শরীরে।
আমাকে ভাববে আপন।
ভুলবে না কোনোদিনও কবিতা লেখার কোনো ব্যকরণ!


রচনাকাল: ঢাকা, ০২ নভেম্বর ২০১৮