এই মেয়েটা, সেই মেয়েটা জন্মেছে এই দিনে;
মনের টানে মনের দামে আমায় নিলো কিনে।
আকাশ থেকে নেমে আসা পাখনাকাটা পরী;
তাকে আমি রাখবো কোথায়, মরি মরি মরি!


বুকের গহীন অঞ্চলে আজ রাখবো সখী তোকে;
পারবে না কেউ লুটে নিতে, দেখবে না কেউ চোখে।
বন্ধু আমার, সখী আমার তোর এ জন্মদিনে;
আমায় আবার নতুন করে নিলিই নাহয় চিনে।


দুই ভুবনের বাসিন্দা আজ মিলেছে একসাথে;
দুইটি তারা দুই আকাশের জোছনাঝরা রাতে।
আয় সখী আয় আমার বুকে, রাখ্ না চোখে চোখ;
স্বপ্নে আসুক স্বপনকুমার, নাহয় সে তোর হোক।


সূর্য হয়ে ভুবন জুড়ে ছড়িয়ে দিবি আলো;
সূর্যমুখীর মতো সবাই বাসবে তোকে ভালো।
ফুলের মতো সুবাস দিবি, আসবে অলি ধেয়ে;
ফুলের উপর ঘুমিয়ে রবে ফুলের মধু খেয়ে !


আমরা দুজন যোজন যোজন পথ যে দেবো পাড়ি;
এই জনমে ওই জনমে দেবোই নাতো আড়ি।
তোর আর আমার ভালোবাসা থাকবে বছর জুড়ে;
জন্মদিনের আনন্দটাও আসবে ঘুরে ঘুরে।


রচনাকাল: ঢাকা, ২৮ মে ২০২১।