একাকী জীবন আমার একাই বয়ে যেতে হবে আজীবন।
পথে পথে এলেন গেলেন আত্মীয়-বন্ধু, প্রিয় আরও কতোজন।
কেউবা আপন রক্তের বন্ধনে,
কেউ ঘনিষ্ঠ হৃদয়ের স্পন্দনে,
আবেগের বাঁধনে অন্তরের অন্তঃস্থলে কেউ কেউ।
আরও আছে পছন্দ করি না যাকে সে-ও।
ব্যস্ত জীবনে মানুষের ভীড়ে সারাদিন কতো না ঘটনা;
কতো আনন্দ, কতো হাসি, কতো ব্যথা, অযথা রটনা।
সব একাকার হয়ে হারিয়ে যায় রাতে,
যখন একাকী ঘুমাতে যাই শূণ্য বিছানাতে।
এপাশ ওপাশ করি, কাটাই বিনিদ্র রজনী;
বুকের গভীরতম স্থান থেকে বেরিয়ে আসে এক নারী, একান্ত সজনী।
সেও তো হারিয়ে গেলো, মিলবে কোথায় সাথী আর!
পরাজিত সেনাপতি আমি, জীবন যুদ্ধের ইতিহাসে শুধু হার।
হতাশার কারাগার একসময় ফাঁকা হবে, শ্বাসপ্রশ্বাস থেমে যাবে,
চেনাজানা সব লোকজন দৃষ্টির আড়ালে হারাবে।
তখন একাই রবো পড়ে গ্রামে কি শহরে
বিছানায় শোয়া, পথে প্রান্তরে কিংবা হিমঘরে।
অতঃপর শেষকৃত্য হবে প্রথামতো,
মাটির ছোট্ট ঘরে হবো একাই শায়িত।
'একাকিত্বের জয় হোক্' হাসিমুখে তাই বলি;
নাই বা সঙ্গী হলো কেউ এ জনমে, নাহয় একাই পথ চলি।


রচনা কাল: ঢাকা, ১৫ জানুয়ারি ২০১৯