মায়াভরা রাতের আকাশে নক্ষত্রেরা আছে সোনার পিদিম জ্বেলে।
পঞ্চমীর চাঁদ মেঘের পাল তুলে পানসি নৌকোর মতো চলেছে কোন্ সমুদ্দুরে!
যমুনার চরে সাদা সাদা কাশের বনে ছোপ ছোপ রূপালী আভার কারুকাজ।
বেতস লতায় ঢেউ খেলে হেমন্তের ফুরফুরে ফেরারী বাতাস।


হিজলের ছায়ায় দাঁড়িয়ে এক ছায়ার মতো নারী;
হারিয়েছে সবি যখন অমাবস্যার কালো জলে ধুয়ে গেছে তার সাদা মখমলের মতো প্রথম ভালোবাসা।
সে নারীর কপালে সাপের ফণার মতো নীল বেদনার টিপ।
অদৃশ্য নীলনদের ইতিকথা, ব্যবিলনের হারানো সভ্যতা উঁকি মারে অকস্মাৎ।


সুঠাম দেহের এক পুরুষ, কালপুরুষ নাকি, ভেসে যায় বেহুলার লখিন্দরের মতো ভাটার স্রোতে কলার ভেলায়।
মুখখানি অর্জুনের ধনুকের মতো বেঁকে আছে।
সাপের দংশনে মরে গেছে তারও প্রেম ওই ছায়া ছায়া রমনীর ভালোবাসার মতো।


একজন ভেসে যায়, অন্যজন ছায়ায় দাঁড়ানো।


রচনাকাল: মক্কা শরীফ, ১৭ আগস্ট ২০১৯