কেউ দেবে গো কেউ, একটা হৃদয় চাই;
হৃদপিন্ড আছে দেহে, হৃদয়খানি নাই।


সেই যে কবে কাকে দিলাম, ছেলেখেলার ছলে;
হারিয়ে গেলো হঠাৎ কখোন, কোথায় গেলো চলে!
ভীষণ রকম দুর্বিষহ একার জীবনটাই;
আমার একটা হৃদয় চাই।


অতীত ভেবে আর কতোকাল ঘুরবো পথে পথে;
এক জনমে কষ্ট ঘেটে বাঁচবো কোনোমতে!
বাঁচতে হলে হৃদয় লাগে, খুঁজে ফিরি তাই;
আমার একটা হৃদয় চাই।


রচনাকাল: ঢাকা, ০৫ নভেম্বর ২০০৮