সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের ছবি;
অতীতের, বর্তমানের কিংবা ভবিষ্যতের।
কতো লক্ষ কোটি হতে পারে।
পারে তো?
কতো লক্ষ কোটি মানুষের কোটি কোটি বছরের জীবনযাপন।
অবাক করা।
নয়?


এরই মাঝে তুমি আর আমি।
আমাদের খন্ড খন্ড ছবি,
সময়ের পালাবদলে বাতাসে অসংখ্য বুদবুদ যেন।
সব মিলিয়ে ওই একটাই ছবি,
তোমার আমার যুগল ছবি।
বিন্দু বিন্দু জলের একাকার হয়ে যাওয়া অপার সাগর;
জানি, থাকবে না অনন্তকাল।


রচনাকাল: ঢাকা, ২৯ নভেম্বর ২০১৯