আমার দীর্ঘশ্বাস তোমার নিশ্বাসে যদি নাই তোলে কোনো ঢেউ;
তোমার আকাশ থেকে একটি নক্ষত্র যদি যায় খসে; জানতে পাবে না কেউ।
তোমার সমুদ্র থেকে একফোঁটা জল সূর্যের তাপে যদিবা শুকায়;
তোমার আদিগন্ত চরাচরে, তাতে কার কিই আসে যায়!
হারিয়েই যায় যদি তোমার জীবন হতে সামান্যতম কিছু স্মৃতি;
তোমার আনন্দ যাত্রায় তাতে পড়বে না ছেদ, ঘটবে না তার ইতি।
আমাকে দিয়েছো বিদায়, তোমার মহাবিশ্বে রয়ে গেলো আর সবি;
অসংখ্য নক্ষত্র তারকারাজি ছায়াপথ চন্দ্র গ্রহ রবি।
নিঃস্ব হলাম আমি, আমার রইলো না কেউ, কোনো কিছু আর;
আজীবন আমাকেই বয়ে যেতে হবে একা, এই দুঃখের ভার।


রচনাকাল: ঢাকা, ৯ অক্টোবর ২০১৯