একুশের প্রথম প্রহরে,
কবি, কিছু কহ রে।
কি আর কইবে কবি!
বায়ান্নোর একুশের মিছিলের ছবি
চোখের সম্মুখে ভাসে;
ফিরে আসে
স্মৃতির আঙিনা থেকে।


বাংলার দুর্দম্য ছেলেরা মেয়েরা উচ্চস্বরে সবাইকে যায় ডেকে;
মুষ্ঠিবদ্ধ হাত উঁচিয়ে আকাশের পানে,
মায়ের ভাষার অপমানে
বলে উঠে, 'নেবো না, নেবো না মেনে এই অন্যায়,
আমার মাতৃভাষা হবে দেশের রাষ্ট্র ভাষা', ঠায়
দাঁড়িয়ে;
শোষকসেনাদের বন্দুকের নলের দিকে বুক বাড়িয়ে দিয়ে।


'রাষ্ট্রভাষা বাংলা চাই;
রাষ্ট্রভাষা বাংলা চাই।
মোদের গরব, মোদের আশা;
আ মরি বাংলা ভাষা।'


এগিয়ে চলে মিছিল;
শ্লোগানে শ্লোগানে চারদিক উন্মাতাল। শকুন আর চিল
আকাশে উড়ে
মাথার উপরে।
শোষকের সেনাদের গুলি চলে শত শত;
মাটিতে লুটায় রফিক সালাম বরকত বুকে নিয়ে বুলেটের ক্ষত।
রক্তের বন্যা বয়ে যায় রাজপথে।
শহীদ মিনার গড়ে উঠে শতে শতে।


বায়ান্নোর সেই দিন থেকে শুরু স্বাধিকার
আর
স্বাধীনতার লড়াই;
স্বাধীন বাংলাদেশ আজ, আমরা সারা পৃথিবীতে লালসবুজের পতাকা উড়াই।


রচনাকাল: ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২১