এলোমেলো এ জীবনে না আছে আবেগ;
না আছে তারায় ভরা জমকালো রাত।
আমার আকাশে ভাসে শুধু কালো মেঘ;
থেকে থেকে বিজলির মরণ আঘাত।


রাতশেষে ভোর আসে, ভুলে ভরা দিন;
প্রখর রোদ্রে পুড়ে সব চৌচির।
বাগানে ফুটে না ফুল, হয় না রঙিন;
অশান্ত অলিরা এসে করে না তো ভীড়।


স্বপ্নরা যায় ভেসে যমুনার স্রোতে;
আশার আলোকশিখা নিভে যায় ঝড়ে।
বসন্ত আসে না ফিরে স্বর্গরাজ্য হতে;
অতীতের সুখস্মৃতি শুধু মনে পড়ে।


নিজ হাতে গড়া ঘর ভেঙে দিয়ে গেলে;
একবারও তুমি পিছু ফিরে তাকালে না।
ভুল বুঝে চলে গেলে সবকিছু ফেলে;
শোধ করে দিয়ে গেলে সব লেনাদেনা!


রচনাকাল: ঢাকা, ২১ জুন ২০২১।