এমন মৃত্যু দিও না আমাকে প্রভু,
হবে না দাফন প্রথাসিদ্ধ পথে।
হয়তো তোমাকে ডাকি নাই আমি কভু;
হতে পারে আমি রয়েছি ভিন্ন মতে।


হতে পারে আমি তোমার সেবক নই;
হতে পারে আমি নাস্তিকসম পাপী।
যদিওবা আমি মানবিক হতে ক'ই;
ধর্ম না মানায় নেই কোনো অনুতাপই।


তবুও তোমার সৃষ্টির ভালো চাই;
সমাজের প্রতি করে গেছি সুবিচার।
তোমার সমুখে দাঁড়ানোর মুখ নাই;
হারিয়েছি জানি করুণার অধিকার।


আদেশ পালনে থেকে গেছি উদাসীন,
যদিও তোমাকে স্রষ্টা হিসেবে মানি।
মৃত্যুর ভয়ে ভীত নই কোনোদিন;
হাসিমুখে নেবো মৃত্যুর হাতছানি।


এমন মৃত্যু দিও না আমাকে যাতে,
স্বজনেরা কাছে আসতেই পাবে ভয়।
আমার এ শরীর বন্য প্রাণীর সাথে,
দূর থেকে মাটিচাপা দিয়ে যেতে হয়!


রচনাকাল: ঢাকা, ১৯ মার্চ ২০২০