ফাগুন এলে ফুলে ফুলে যায় ভরে যায় বন;
ফাগুন এলে রঙে রঙে রাঙে তোমার মন।
নতুন সাজে সাজাও তখন তোমার ভুবনখানি;
বাতাসে রয় নানান সুরের তোমার গানের বানী।
আমি তখন পাই না খুঁজে আমায় তোমার মাঝে;
তোমার বুকের ভিতর তখন সুখের মাদল বাজে।
কার ছায়া যে আছড়ে পড়ে তোমার চোখের কোনে;
কোন সে সুজন তোমার বুকে স্বপ্ন শুধুই বোনে!
তোমার নিয়ে কাব্য করে কোন সে পাগল কবি;
তোমার বুকে কে এঁকে যায় ভালোবাসার ছবি!
কাকে নিয়ে উড়ে বেড়াও নীল আকাশের গায়;
কাকে নিয়ে যাও ভেসে যাও ময়ূরপঙ্খী নায়!


ফাগুন এলে আগুন জ্বলে কৃষ্ণচূড়ার ডালে;
আমার বুকেও ফাগুন এসে শুধুই আগুন জ্বালে।


রচনাকাল: ঢাকা, ০৯ মার্চ ২০২০