সাতটি তারার ঝলমলে আলো আমার আকাশ জুড়ে;
একটি তারা আমার মতোই নেচে যায় সুরে সুরে।


তনিমা নামের রূপবতী আর গুণবতী নাচ করে;
তার কবিতায় হৃদয়ের কথা ঝরণার মতো ঝরে।


রিংকি সোনার মতো এক তারা জীবনে প্রথম এলো;
আদর সোহাগ ভালোবাসা দিয়ে আমার মনটি পেলো।


সুন্দরী মীম হাসি আর গানে সবার হৃদয় টানে;
আলোর ভুবনে জ্বলজ্বলে তারা রাত্রির আসমানে।


কৌতুক জানে 'কৌতুক রানী' সামিয়া নামের মেয়ে;
অন্তর দিয়ে কাছে টেনে নিতে কম নয় কারো চেয়ে।


ফাহামিদা থাকে সংসার নিয়ে ব্যস্ত সকল ক্ষণ;
আমাদের এই তারার মেলায় পড়ে থাকে তার মন।


বর্ষার ভরা নদীর মতোই উচ্ছল এক নদী;
তার গানে গানে একাকার হয়ে ভেসে চলি নিরবধি।

বৃষ্টির মতো অঝোর ধারায় ঝরে তার ভালোবাসা;
বৃষ্টির কাছে আমাদের তাই বারবার ফিরে আসা।


সাতটি তারা আমার আকাশে, সবাই শান্তিপ্রিয়;
বন্ধুর পথে আজীবন রবে স্মরণীয় বরণীয়।


তারিখ : ঢাকা, ২৩ জুলাই ২০২০