আর কতো ছবি আঁকবেন, ফিদা, রাত জেগে;
নির্ঘুম কাটিয়ে দেবেন বসন্তের রাত!
মোগল হেরেম থেকে সুঘ্রাণ ভেসে আসে আজও?
কলঙ্কিনী কঙ্কণে সুর তুলে এখনো, ভৈরবী রাগে?
নগ্নবক্ষা নটী নৃত্য পটিয়সী কোমর দোলায়;
এস্রাজের তারের নিক্কণে?


কতো রাত কেটে গেলো;
কতো বসন্তের হলো অবসান।
মিটলো না সাধ আজও প্রণয়লীলার;
অশীতিপর হে বৃদ্ধ নওজোয়ান!
প্রমীলারা কেলি করে রাজহংসী হয়ে;
মুক্তোভরা ঝিনুকের মুক্ত সরোবরে।


অনন্ত পিপাসা অন্তর জুড়ে;
সৃষ্টির অফুরন্ত ভান্ডার হয়নি উজাড়।
গড়েছেন রঙ আর রূপের অতুল সাম্রাজ্য;
যৌবনাবতী রমণীরা এখনো উচ্ছ্বাসে ভাসে!


রচনাকাল: ঢাকা, ২৭ অক্টোবর ২০২০