কোথায় খুঁজবো তাকে?
কোথায় হারালো সে, কে জানে!
ইচ্ছে করেই নীরবে সরে গেলো আমার জীবনপট থেকে;
নাকি অল্প কদিন বিশ্রাম নিতে কোথাও ঘুরতে গেছে!
কোনো হোটেলকক্ষে শুয়ে আছে ঘুমকাতুরে মেয়েটা অথবা দেখছে প্রাকৃতিক নৈসর্গ।
আসবে ফিরে সামনের পূর্ণিমার রাতে।
আমাকে অবাক করে দেবে একটা টি-শার্ট উপহার দিয়ে।
বলবে,' দেখ তো গায়ে লাগে কিনা, ফ্রি সাইজ এনেছি।'
একবার একটা এস্ট্রে উপহার দিয়েছিলো আমাকে, আমি সিগারেট খাই না জেনেও।
বলেছিলো,' যখন আমি থাকবো না, তখন কাজে লাগবে তোমার ।'


সিগারেটে আগুন জ্বালাবো কি!
টেনশনে টেনশনে আমি নিজেই তো দগ্ধ হচ্ছি;
আমার ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে।
কোথায় রাখবো ছাই, তেমন এস্ট্রে কোথায় !
তুমি ফিরে এসো।
তোমার বুকে মুখ লুকালেই সব জ্বালা জুড়াবে।
ফিরে এসো তাড়াতাড়ি, পূর্ণিমার আগেই।
অমাবশ্যার রাতের প্রথম প্রহরে হলেও ফিরে এসো।


রচনাকাল: ঢাকা, ২০ এপ্রিল ২০১৯


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা-১২০৭।