শিকড় কেটে দিয়েছো;
গাছটা মরো মরো।
তবুও প্রতিদিন পানি ঢালি;
যদি বেঁচে উঠে!

সূর্যের আলোর অপেক্ষায় থাকি;
সবুজ পাতা সতেজ হবে আশায়।
সন্ধ্যায় চাঁদের দিকে তাকাই;
কখন ভরিয়ে দেবে জোসনায়!

সারা রাত আগলে রাখি শীতে;
বুকে জড়িয়ে ধরে ওম দেই।
গ্রীষ্মের দাবদাহে ছায়া দেই;
খরতাপ থেকে বাঁচানোর প্রচেষ্টা!

বর্ষায় অঝোরে বৃষ্টি ঝরে;
আমার দুচোখ অশ্রুতে ভরে উঠে।
বসন্তের দক্ষিণা বাতাসে;
গাছটা নেচে উঠবে একদিন!

গাছটা আবার বেড়ে উঠুক;
সোজা হয়ে দাঁড়াক।
এই ইচ্ছেটুকু ধরে রাখলে;
ফুল ফুটবে নিশ্চয়।

রচনাকাল: ঢাকা, ১৮ নভেম্বর ২০২৪।