ফুলের মাঝে লুকিয়ে আছো ফুলের রানী;
ফুলের কানে করছো কিসের কানাকানি?
'ভ্রমর এলো গুনগুনিয়ে' গাইছো বুঝি?
ফুলবাগানে আসো কিগো নিত্য-রোজই?
আমি তবে আসবো সকাল-দুপুর-সাঁঝে;
তোমার সাথে কইবো কথা চলার মাঝে।
বলবে কথা? পড়বে আমার চোখের ভাষা?আমার বুকে খুঁজবে গভীর ভালোবাসা?
পেছন ফেলে সাত সাগর আর তেরো নদী,
এলাম আমি কেমন করে বুঝতে যদি!
একটু একটু করে আমি বলবো সবি;
জানতে পাবে কেমন করে হলাম কবি।
তোমার ছবিই দেখেছিলাম ঘুমের ঘোরে;
পঙ্খীরাজে চড়ে যে তাই এলাম উড়ে।


রচনাকাল: ঢাকা, ২৯ জুন ২০১৯