ঘরে ফেরার পথ রুদ্ধ করো না,
দরজাটা খুলে দাও।
প্রচন্ড শীতে জবুথবু আমি
দাঁড়িয়ে দেওয়ালের এপাশে;
বাইরে খোলা আকাশের নীচে।
হিম হিম কুয়াশা আর বরফের কুঁচি
ঝরছে মাথায়।


আমি তো ফিরেই আসি বারবার
তোমার সব কথা শুনবো বলে;
কিছু কথা বলবো বলে।


রচনাকাল: ঢাকা, ৩০ ডিসেম্বর ২০১৯


*বন্ধুর কবিতা পড়ে লেখা।